‘এটাই টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের সেরা টুর্নামেন্ট’
স্পোর্টস ডেস্ক:
বাংলাদেশ দল বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগের কথা মনে আছে? এবারের মতো করে সম্ভবত কোনোবারই বিশ্বকাপ সফরে যায়নি টাইগাররা। বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে ছিল না জাঁকজমকপূর্ণ কোনো আয়োজন। সংবাদ সম্মেলন দূরের কথা, আনুষ্ঠানিকভাবে দলীয় ফটোসেশনও হয়নি। অথচ এবারই কি না টি-২০ বিশ্বকাপে নিজেদের সেরা ফল এনেছেন ক্রিকেটাররা!
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামও এটাই ভাবছেন। শনিবার জুম সংবাদ সংবাদ সম্মেলনে এসে শ্রীরাম বলেন, ‘দেখুন, এটাই টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের সেরা টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে কখনো সুপার টুয়েলভে দুই ম্যাচ জেতেনি। এবার সেটা হয়েছে। আমার মনে হয় ছেলেদের এটা নিয়ে গর্ব করা উচিত।’
তবে গর্বের আগে শেষ ম্যাচটা জিততে চায় বাংলাদেশ দল। অনেকটা জয়ে শুরু, জয়ে শেষ। এই কথাটা মাথায় আছে শ্রীধরনেরও। প্রথম ম্যাচে ডাচদের হারিয়েছিল দল। শ্রীরাম বলেন, ‘আমি প্রতিটি সংবাদ সম্মেলনেই পরিষ্কার থেকেছি- আমরা একটা ম্যাচ নয়-পরিকল্পনা করি এক দল নিয়ে।’
তিনি আরো বলেন, ‘যতগুলো ম্যাচ খেলি সেগুলো অবশ্যই জিততে চাই। আমরা জানি পাকিস্তান কী ধরনের চ্যালেঞ্জ নিয়ে হাজির হতে পারে। নিউজিল্যান্ডে তাদের বিপক্ষে খেলেছি নিকট অতীতে। তাদের জন্য আমাদের অনেক সম্মান আছে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে এবং নিজেদের সেরাটা দিতে হবে।’
পাকিস্তান দলটা অবশ্য পথ হারিয়ে সেরা সময়ে নেই। নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে চলে গিয়েছিল খাদের কিনারে। পরের দুই ম্যাচে জিতে অবশ্য সুপার টুয়েলভের দুই নম্বর গ্রুপে বাংলাদেশের সমান ৪ পয়েন্ট ঝুলিতে ঢুকেছে তাদের। তাদের হারানোটা অবশ্য সহজ নয়। অন্তত অতীত পরিসংখ্যান তাই বলে।
টি-২০ ফরম্যাটে ১৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে পাকিস্তান জিতেছে ১৫টিতে। ২টিতে বাংলাদেশ! তবে বাংলাদেশ যখন ২০ ওভারের বিশ্বকাপে সেরা সময়টা কাটাচ্ছে তখন প্রত্যাশার ঘুড়িতে সুতো ছেড়ে দেওয়াই যায়। বাবর আজমদের বিপক্ষে জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করলে দেশে ফেরা যাবে হাসিমুখেই!