কমিউনিটি পুলিশংডে ২০২২ উপলক্ষে সাতক্ষীরায় র্যালী
স্টাফ রিপোর্টার:
’কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি – শৃঙ্খলা সর্বত্র” এই প্রতিপাদ্যে সাতক্ষীরায় পালিত হচ্ছে কমিউনিটি পুলিশংডে – ২০২২। দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে শনিবার সকাল ১০ টায় শহরের পাকাঁপোল থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনাসভায় এসে মিলিত হয়। সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। এসময় তিনি বলেন, পুলিশ জনগনের বন্ধু। পুলিশের সাথে জনগনের সম্পৃক্ততা বৃদ্ধি ও অপরাধ দমনের কমিউনিটি পুলিশিং বিশেষ ভূমিকা পালন করে আসছে। তিনি আরও বলেন সমাজের বিভিন্ন অপরাদ দমনে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে। তা হলে পুলিশ জনগনের পাশে থেকে একটি সুন্দর বসবাস উপযোগি সমাজ বিনির্মাণে অগ্রনী ভূমিকা রাখবে।
এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ডা. আবুল কালাম বাবলা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদী, অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপি, সাতক্ষীরা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জোৎস্নাআরা। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা ও কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা।