কালিগঞ্জে রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে ইউএনওর বিদায় সংবর্ধনা
স্টাফ রিপোর্টার:
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২০ অক্টোবর) বেলা ১১ টার সময় কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সদ্যবিদায়ী নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম বলেন, কালিগঞ্জের মানুষ খুবি আন্তরিক। যেখানেই থাকি এখানের মানুষের কথা আমার মনে থাকবে। উপজেলায় উনিশ মাস চাকরি করে যতদুর সম্ভব চেষ্টা করেছি এই এলাকার মানুষের সেবা দিতে। আমার চাকরির জীবনের সেরা স্থান কালিগঞ্জ উপজেলা।এখানের মানুষের ভালোবাসা পেয়ে আমি ধন্য।
এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও রোকেয়া মুনসুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যপক নিয়াজ কওসার তুহিন, সহ-সভাপতি শেখ সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ,কার্যনির্বাহী সদস্য সনদ কুমার গাইন, আরাফাত আলী। এছাড়া উপস্থিত ছিলেন সাংবাদিক হামিদ হোসেন,মাছুদ পারভেজ ক্যাপটেন, ফজলুল হক, আবুল কালাম বিন আকবর ও সাহেব আলী প্রমুখ।
আরাফাত আলী
Please follow and like us: