সাতক্ষীরা স্টেডিয়ামে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট’র ১ম সেমিফাইনাল খেলা ১২ অক্টোবর
মাহফিজুল ইসলাম আককাজ :
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সার্বিক ব্যবস্থাপনায় এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর জাঁকজমকপূর্ণ ১ম সেমিফাইনাল খেলা।
বুধবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে টুর্নামেন্ট কমিটির আহবায়ক মীর তানজীর আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর জাঁকজমকপূর্ণ ১ম সেমিফাইনাল খেলার উদ্বোধন করবেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
আগামী ১৩ অক্টোবর বিকাল ৩টায় সাতক্ষীরা স্টেডিয়ামে এমপি রবি ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ২য় সেমিফাইনাল খেলায় মুখো-মুখি হবে বল্লী বনাম আগরদাঁড়ী। সেমিফাইনাল খেলা দু’টি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এমপি রবি ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক মীর তানজীর আহমেদ।