সাতক্ষীরায় ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা প্রদান শুরু

নিজস্ব প্রতিনিধি :

সারাদেশের ন্যায় সাতক্ষীরায়ও ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে পৌর সভার ৯টি ওয়ার্ডে ১৬ টি প্রাথমিক বিদ্যালয়ে ও সদর উপজেলার ৪২ ওয়ার্ডে ৪২ টি প্রাথমিক বিদ্যালয়ে এ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সাতক্ষীরায় ৫ থেকে ১১ বছর বয়সী ২ লাখ ৬৪ হাজার ২৫ জন শিশুকে ১৩ কর্মদিবসের মধ্যে এই করোনা টিকা দেয়া হবে।

বিশ^স্বাস্থ্য সংস্থা সাতক্ষীরার সার্ভিল্যান্স এন্ড ইমুনাইজেশান মেডিকেল অফিসার ডাঃ আমানত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, সাতক্ষীরা জেলায় আজ মঙ্গলবার সকালে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনা টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। যা ১৩ কর্মদিবস পর্যন্ত চলবে। তিনি আরো জানান, যেহেতু ঢাকাতে আনুষ্ঠানিকভাবে এই টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন হয়েছে, এ জন্য সাতক্ষীরায় কোন আনুষ্ঠানিকতা ছাড়াই এই টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়েছে।

এ ব্যাপারে জানার জন্য সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়েতের কাছে ফোন দিলে তিনি মিটিং এ আছেন বলে একটি ক্ষুদে বার্তা পাঠান।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)