প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ৪ অক্টোবর দৈনিক সাতক্ষীরা ও ৫ অক্টোবর দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার প্রথম পাতায় “রতনপুর ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রের দায়িত্বে থাকা মনজুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কালিগঞ্জ উপজেলার ১১নং রতনপুর ইউনিয়নের ডিজিটাল সেন্টার উদ্যোক্তা জি.এম মনজু আহমেদ ।
তিনি বলেন,”প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত । সংবাদে উল্লিখিত অভিযোগে নিবন্ধন বাবদ অতিরিক্ত ফি ও জন হয়রানির বিষয় উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে, সরকার নির্ধারিত ফি ব্যতীত কোন প্রকার অতিরিক্ত অর্থ আদায় করা হয় না বা সেবা গ্রহীতাদের সাধ্যমত দ্রুত সেবা প্রদান করে থাকি। কিন্তু একটি মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এ মিথ্যা সংবাদটি প্রকাশ করিয়েছে শুধুমাত্র আমাকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছেন। এখানে প্রকাশিত সংবাদটির আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
প্রতিবেদকের বক্তব্য : সংবাদটি ভুক্তভোগীর অভিযোগ এর ভিত্তিতে করা হয়েছে। এখানে কাউকে ছোট করার জন্য বা উদ্দেশ্যপ্রণোদিত হয়ে প্রতিবেদনটি করা হয়নি বা প্রতিবেদকের নিজস্ব মতামতের ভিত্তিতে করা হয়নি।