মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে ফের বাংলাদেশের প্রতিবাদ
অনলাইন ডেস্ক :
মিয়ানমারের ছোঁড়া গোলা বাংলাদেশ সীমান্তে এসে পড়ার ঘটনায় বাংলাদেশে দেশটির রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানায়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তলব করে সাম্প্রতিক ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি এ বিষয়ে সতর্ক করা হয় মিয়ানমারকে। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনের স্বার্থে রাখাইনে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রয়োজন বলে সেটির বিষয়েও নেপিদোকে ঢাকার তরফ থেকে তাগিদ দেওয়া হয়।
এর আগে দুই দফায় গত ২০ ও ২৮ আগস্টও মিয়ানমার থেকে মর্টারের গোলা বাংলাদেশ সীমানায় এসে পড়ার ঘটনায় ২১ ও ২৯ আগস্ট মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানো হয়েছিল।
তৃতীয় দফায় গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া গোলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন এলাকায় এসে পড়ে।
এ ঘটনায় গতকালই মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানানোর কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।