সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে আজাদ কাশ্মীরে নিহত ৯
অনলাইন ডেস্ক :
পাকিস্তানশাসিত আজাদ কাশ্মীরে সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৯ জন নিহত হয়েছেন।
পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— রোববার বাগ জেলায় সেনাদের বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে ডুবে গেলে পাকিস্তান সেনাবাহিনীর ৯ সেনা নিহত হন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, সেনাসদস্যরা তাদের নিয়মিত দায়িত্ব পালনের সময় বাগ জেলার সুজাবাদে এ ঘটনা ঘটে। আহতদের রাওয়ালপিন্ডিতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া নিহতদের জানাজা রোববার মোংলা গ্যারিসনে অনুষ্ঠিত হয়েছে।
রাওয়ালপিন্ডি কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল সাহির শামশাদ মির্জা এবং অন্যান্য সামরিক কর্মকর্তা এ জানাজায় অংশ নেন। আইএসপিআর জানিয়েছে, নিহত সেনাদের লাশ তাদের নিজ শহরে পাঠানো হবে এবং পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হবে।
এদিকে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যদের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী সরদার তানভীর ইলিয়াস।