বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী। সাংগঠনিক সম্পাদক এম ইদুজ্জামান ইদ্রিসের স ালনায় উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোকপাত করেন প্রধান অতিথি ছিলেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি।
আলোচনাসভায় আরো বক্তব্য রাখেন, প্রেসক্লাব সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাবেক সাধারন সম্পাদক এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ¦ল, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য সেলিম রেজা মুকুল, সাতক্ষীরা প্রেসক্লাব সদস্য সাংবাদিক এসএম রেজাউল ইসলাম, মনিরুল ইসলাম মনি, এসএম আকরামুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। এ মাসেই স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এদেশেরই কিছু কুচক্রী মহল নির্মমভাবে স্বপরিবারে হত্যা করে। জাতি হিসেবে আমরা এর জন্য লজ্জিত। বক্তারা এ সময় বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে তাদের যথাযথ শাস্তির দাবী জানান।
আলোচনা সভায় প্রেসক্লাবের কর্মকর্তা সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।