যশোরের বেনাপোলে আমদানি পণ্যবাহী ট্রাক থেকে আবারও ফেনসিডিল উদ্ধার
স্টাফ রিপোর্টার :
যশোরের বেনাপোলে ভারত থেকে আমদানিকৃত পণ্যের আড়ালে আবারও ৫৯৯ বোতল ফেনসিডিল ও ঔষধ উদ্ধার সহ একটি ভারতীয় ট্রাক আটক করেছে বেনাপোল কাস্টমস হাউজ কর্তৃপক্ষ।
রবিবার (৭ আগষ্ট) বেলা ১ টার সময় বেনাপোল বন্দর এলাকা থেকে ভারতীয় ফেনসিডিল ও পণ্য সহ ট্রাকটি আটক করা হয়।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ন-কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী একটি ট্রাকে (WB-41E-0918) অবৈধ পণ্য ফেনসিডিল ও ঔষধ আসছে, এমন খবরে ভারতীয় ট্রাকটি আটক করে বেনাপোল কাস্টমস হাউজে নিয়ে আসা হয়। পরে, ট্রাকটি তল্লাশি করে ২৩ প্যাকেজে ৫৯৯ বোতল ফেনসিডিল পাওয়া যায়।
পণ্য চালানটি মাইক্রোসেল পিটি ঘোষণায় আমদানিকৃত। যার প্যাকেজ সংখ্যা ৮৪০, মেনিঃ নং- ২৭২১০/১ তাং-০৬-০৮-২২। আর আমদানি কারক স্মার্ট লাইফ ফুডওয়ার ইন্ড্রঃ, ঢাকা ও রপ্তানি কারক এস.এস ব্লো কেম প্রাঃ লিঃ, ইন্ডিয়া। পণ্য চালানটি রিসিভ করে সুজুতি এন্টারপ্রাইজ নামে একটি সিএন্ডএফ।
এবং আটক পণ্য চালান সহ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
Please follow and like us: