আগামীকাল খুবিতে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এম.পি. যোগ দেবেন আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে
খুলনা ব্যুরো:
খুলনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের আয়োজনে ‘International Conference on STEM and the 4th Industrial Revolution 2022 ’ শীর্ষক তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শেষ হচ্ছে আগামীকাল। সমাপনী পর্বে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম.পি. প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন। আগামীকাল বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে চিফ প্যাট্রন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং প্যাট্রন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা বক্তব্য রাখবেন। সম্মেলন আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. আফরোজা পারভীনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আয়োজক কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মোঃ হায়দার আলী বিশ্বাস। সমাপনী পর্বে সম্মেলনের আউটকাম বা ফলাফল তুলে ধরা হবে। এছাড়া সমাপনী অনুষ্ঠানে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ bd Stem বেস্ট স্টুডেন্ট পেপার অ্যাওয়ার্ড প্রদান করা হবে বলে জানা গেছে। সমাপনী পর্বে এই আন্তর্জাতিক সম্মেলনের রিফ্লেকশন এন্ড ওয়ে ফরওয়ার্ড বিষয়ে উপস্থাপন করা হবে।
Please follow and like us: