সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন বিষয়ক সচেতনতা দিবস ২০২২ উপলক্ষে সেমিনার
মাহফিজুল ইসলাম আককাজ :
“আমাদের শ্রদ্ধা ও মনোযোগ প্রবীণদের প্রাপ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব প্রবীণ নির্যাতন বিষয়ক সচেতনতা দিবস ২০২২ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫জুন) সকাল সাড়ে ১০টায় সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে ও বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত ঘোষ’র সভাপতিত্বে প্রবীণদের স্বাস্থ্য পরিচর্যা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত, ভার্চুয়ালে বক্তব্য রাখেন ভারতের বিশিষ্ট চিকিৎসক ডা. কৌশিক রঞ্জন দাস, সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. আলমগীর আজম, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. আহমেদ আল মারুৃফ প্রমুখ।
প্রধান আলোচক হিসেবে ভার্চুয়ালে বক্তব্য রাখেন ভারতের মেডিসিন এন্ড জেরিয়েট্রিক্স প্রফেসর ডা. জ্যোতির্ময় পাল। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠানের প্রতিপাদ্য উপস্থাপন করেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সুব্রত ঘোষ। সমগ্র অনুষ্ঠান স ালনা করেন সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী আবেদুর রহমান ও সদস্য মো. শহিদুর রহমান।