সুন্দরবনে বাঘের হামলায় গরুর ডাকচিৎকার, উদ্ধার করল গ্রামবাসী
নিউজ ডেস্ক:
বাগেরহাটের শরণখোলার ধানসাগর টগড়াবাড়ী এলাকায় সুন্দরবনের কিনারে বাঘের হামলায় একটি গরু গুরুতর আহত হয় বলে জানা গেছে।
উপজেলার ধানসাগর টগড়াবাড়ী এলাকার গ্রাম পুলিশ তোফাজ্জল হোসেন জানান, রোববার দুপুরে ধানসাগর গ্রামের আফজাল হাওলাদারের একটি গরু নদী সাঁতরে সুন্দরবনের কিনারে ঘাস খাচ্ছিল। এ সময় একটি রয়েল বেঙ্গল টাইগার গরুটির ওপর আক্রমণ করে। বাঘের হামলায় গরুর ডাকচিৎকারে গ্রামবাসী এগিয়ে গিয়ে আহত গরুটি উদ্ধার করে নিয়ে আসেন। পরে গ্রামবাসী গরুটিকে জবাই করে গোশত ভাগবাঁটোয়ারা করে নিয়ে যান বলে ঐ গ্রামপুলিশ জানিয়েছেন।
পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশন কর্মকর্তা আব্দুস সবুরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বাঘের হামলায় গরু আহত হওয়ার খবর শুনেছেন বলে তিনি জানান।
Please follow and like us: