দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা
নিজস্ব প্রতিনিধি:
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সাংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ও সাতক্ষীরা-০৩ আসনের সাংসদ অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।
সভায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আব্দুল লতিফ। এসময় জাতীয় পার্টির সভাপতি আব্দুল মাবুদ গাজী, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইনসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ ও স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে উন্নত চিকিৎসা সরঞ্জাম, আধূনিক যন্ত্রপাতি, বিশেষায়িত অপারেশন থিয়েটার থাকা স্বত্বেও নানা কারন দেখিয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে গর্ভবতীদের সিজারসহ অন্যান্য রোগীদের অপারেশন না করা, রোগীদের এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম সেবা না দেয়া, রোগীদের নিন্মমানের খাদ্য সরবরাহের বিষয়সহ বিভিন্ন অব্যবস্থাপনার চিত্র সভায় তুলে ধরেন দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন। এসময় চলমান সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেয়ার ব্যাপারে ব্যবস্থাপনা কমিটিকে আশ্বস্থ করেন অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।