দেবহাটায় নব-নির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহণ
নিজস্ব প্রতিনিধি: নির্বাচনে জয়লাভ পরবর্তী শপথ গ্রহণ করলেন দেবহাটা উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের ৪৫টি ওয়ার্ডের নব-নির্বাচিত ৬০জন ইউপি সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যাগণ। সোমবার সকাল সাড়ে ১০টায় দেবহাটা উপজেলা পরিষদ হলরুমে একসাথে পাঁচ ইউনিয়নের সকল নব-নির্বাচিত ইউপি সদস্য ও সদস্যাগণ শপথ গ্রহণ করেন। এসময় শপথ বাক্য পাঠ করান দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। শপথ গ্রহণকালে দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন বকুলসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ ও সকল ইউপি সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন।