সাতক্ষীরার আশাশুনির সেনা সদস্য ইনামুলের মৃত্যু
নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল গ্রামের সেনা সদস্য
ইনামুল হক (৩১) মৃত্যু বরন করেছেন (ইন্নালিল্লাহি—-রাজেউন)। তিনি বড়দল
গ্রামের মৃত আবুল গাজীর ছোট পুত্র। শনিবার সকাল ১০ টায় ঢাকার সম্মিলিত
সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘ ৮
মাস ধরে সেখানে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। আজ
রবিবার দুপুরে বাংলাদেশ সেনা বাহিনীর একটি দল হেলিক্যাপ্টার যোগে তাকে
সাতক্ষীরায় আনেন। এখান থেকে সড়ক পথে তাকে নেয়া হয় তার গ্রামের বাড়ি
বড়দলে। সেখানে বিকাল সাড়ে তিনটায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, কন্যা, বিধবা মা ও বড় দুই ভাইসহ অসংখ্য গুনগ্রাহি রেখে
গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তার বড় ভাই সেনা সদস্য বজলুর রহমান জানান, অক্লান্ত পরিশ্রম করে তিনি তার দুই
ভাইকে লেখা পড়া শিখিয়ে মানুষ করেছেন। আজ তার সেই দুই ভাইয়ের মধ্যে ছোট
ভাই ইনামুল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার মৃত্যুতে তিনি এ সময় গভীর
শোক প্রকাশ করেন।