সাতক্ষীরায় স্বপ্নসিঁড়ির ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন
নাজমুল হক
সাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির উদ্যোগে ২০২২ সালের ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন করা হয়েছে। ৩১ ডিসেম্বর শুক্রবার জেলা রোভার স্কাউট ভবনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্নসিঁড়ির আহবায়ক নাজমুল হক। প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মো. আজিজুর রহমান পলাশ, বিশেষ অতিথি ছিলেন জেলা স্কাউটদের সম্পাদক পল্টু বাশার। এ সময় বক্তব্য রাখেন স্বপ্নসিঁড়ির যুগ্ম সদস্য সচিব সালাউদ্দীন রানা, সদস্য (অর্থ) আব্দুল্লাহ আল মামুন, সদস্য (প্রচার) সেলিম হোসেন, সদস্য অহিদুল ইসলাম, মীর তাহমিদুর রহমান, বিশ্বজিৎ ঘোষ, প্রাক্তন জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি ইয়াকুব আলী, মহিলা কলেজের সিনিয়র রোভার মেট রজনী সুলতানা, নিশাত আলম ঐশ্বী, আসমা খাতুন, বিতু, কলারোয়া সরকারি কলেজের রোভার উৎস কুমার, রাগিব হাসান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান স ালনা করেন স্বপ্নসিঁড়ির সদস্য হাবিবুর রহমান হাবিব।