সংক্রমণ কমলেও পরতেই হবে মাস্ক: স্বাস্থ্য অধিদফতর
নিউজ ডেস্ক:
সারাদেশে করোনাভাইরাসের প্রকোপ কমে এলেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি মাস্ক পরার বাধ্যবাধকতার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের ভার্চুয়াল বুলেটিনে সংক্রমন পরিস্থিতি নিয়ে এ কথা জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনা আক্রান্ত সারাদেশে মারা গেছেন ২৭ হাজার ৮৭৩ জন। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল অবধি সারাদেশের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন রোগী।
একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২৯ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৯৮২ জনে।তাদের মধ্যে সুস্থ হয়ে গেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৮৩৬ জন।
সারাদেশে করোনা সংক্রমণে সংক্রমন ও মৃতের সংখ্যা ক্রমাগত কমে আসায় খুলে দেওয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। তারও আগে প্রশাসনিক, অর্থনৈতিক, সামাজিক সব কার্যক্রমে বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে। গণপরিবহনের যাত্রী পরিবহনে আরোপিত নানা শর্তও তুলে নেয়া হয়েছে। সংক্রমণ পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হয়ে এলেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনের অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।