শ্যামনগরে মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদে টিকা নিতে এসে হাতের আঙুল হারাতে বসেছে বৃদ্ধা
আশিকুজ্জামান লিমনঃ
শ্যামনগরে মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদে টিকা নিতে এসে হাতে আঙুল হারাতে বসেছে বৃদ্ধা ৷ মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদে ২৯ অক্টোবর ২০২১ তারিখ সকাল ১০ টায় যতিন্দ্রনগর গ্রামের মৃত্যু হোসেন আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৬০) নামের এক বৃদ্ধা টিকা নিতে আসেন ইউনিয়ন পরিষদে ৷ পরিষদে নিয়ম শৃঙ্খলার বাইরে টিকা কার্যক্রম চলতে থাকে ৷ টিকার কাগজ হাতে নিয়ে চলতে চলতে ভিড়ের মধ্যে পড়ে যায় বৃদ্ধা, ঠেলাঠেলির এক পর্যায়ে দরজার কাছে পৌঁছানো মাত্রই হাতের আঙ্গুল দরজার মধ্যে চলে যায় এবং ভিড়ের কারনে সাথে সাথে ভিতরে থাকা ব্যক্তিরা দরজা বন্ধ করে দেয় ৷ পরে হাকচিৎকার করেও ভিতর থেকে যখন দরজা না খোলে তখন স্থানীয় জনগণ দরজায় লাথি দিয়ে দরজা খোলে ৷ সাথে সাথে রক্তাক্ত অবস্থায় মহিলাকে শ্যামনগর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে চিকিৎসা করেন এবং তার ডান হাতের অনামিকা ও মধ্যমা আঙ্গুল আসংখাজনক বলে জানান ৷
Please follow and like us: