আশাশুনিতে আইন শৃংখলা বিষয়ক অভহিতকরণ সভা
আশাশুনি প্রতিনিধি:
আশাশুনিতে আইন শৃংখলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, ইঞ্জিঃ আ ব ম মোছাদ্দেক, আলমগীর আলম লিটন, আবু হেনা সাকিল, প্রভাষক ম মোনায়েম হোসেন, দীপঙ্কর কুমার সরকার, আঃ আলীম মোল্যা, মাধ্যমিক শিক্ষা অফিসার বাকী বিল্লাহ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আঃ রকিব, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, চেয়ারম্যান প্রার্থী হোসেনুজ্জামান হোসেন, প্রভাষক ফিরোজ আলম প্রমুখ উপস্থিত ছিলেন ও আলোচনা রাখেন। সভায় উপজেলার সকল মসজিদের ইমামদের নিয়ে সমন্বয় সভা, প্রত্যেক ইউনিয়নে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠানসহ পরমত সহিষ্ণুতা ও সকল ধর্মের প্রতি শ্রদ্ধা ও সম্মান করার ব্যাপারে তাগিদ প্রদান করা হয়।