শ্যামনগরের কৈখালীর শৈলখালী রাস্তা নির্মানের শুরুতেই শুভঙ্করের ফাঁকি
আশিকুজ্জামান লিমন:
শ্যামনগরের কৈখালীর শৈলখালী রাস্তা নির্মানের শুরুতেই শুভঙ্করের ফাঁকি ৷ ২ বছর আগে নলতার ঠিকাদার প্রতিষ্ঠান মোঃ আব্দুর রাজ্জাক কৈখালী এসআর মাধ্যমিক বিদ্যালয় থেকে শৈলখালী সন্ন্যাসির বাড়ি পর্যন্ত ৩ কিঃমিঃ রাস্তা টেন্ডার গ্রহণ করেন ৷ কোভিট-১৯ ও বর্ষার মৌসুমে কাজ বন্ধ থাকায় ঐ এলাকার মানুষ পড়ে চরম দূর্ভোগে ৷ সব কি নিয়ন্ত্রণ ও বর্ষার পর কাজ শুরু করেছে কিন্তু পকেটে ভারির কাজে অত্র ঠিকাদার প্রতিষ্ঠান
সরকারি নীতিমালাকে উপেক্ষা করে অনিয়মের মধ্য দিয়ে রাস্তা নির্মানের কাজ করে চলেছে ৷ রাস্তার বেডে রুলিং না করে শুকনা বালু না দিয়ে বোরিং করে ভিজা বালু দিয়ে দ্বায় সারা কাজ করে চলছে ৷ রাস্তার কিছু অংশে এজিংয়ে দিয়েছে ২ নং ইট ৷ নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, ঝামেলায় গেলে কি হয় এই জন্য কিছু বলতে পারি না ৷ রাস্তার খ ব্যবহার করা হয়েছে ২ নং ইটের ৷ যেখানে দেওয়ার কথা ছিলো আমা ইটের ৷
কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, দ্রুত কাজটি হওয়ার কথা থাকলেও কাজে গাফিলতির কারনে পিছিয়ে পড়ে এলাকার মানুষের দূর্ভোগের সৃষ্টি করেছে ৷ ঠিকাদার আমার পরামর্শ মানে না ৷
মোঃ রাজ্জাক ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক আঃ রাজ্জাক মোবাইলে বলেন, আমি উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানের সস্মতিতে কাজ করছি ৷ এই কাজে আমি ক্ষতিগ্রস্থ হয়েছি ৷
উপজেলা সহকারী প্রকৌশলী বলেন, করোনার সময়ে কাজ বন্ধ ছিলো আমরা নতুন করে তদারকী করবো ৷
Please follow and like us: