ভ্রাম্যমাণ আদালতের অভিযান-কলারোয়ায় কণ্যার পিতাকে অর্থিক জরিমানা
কলারোয়া প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাল্যবিবাহ দেয়ার অভিযোগে এক কন্যার পিতাকে অর্থিক জরিমানা করেছে। উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার এর দেয়া তথ্যের ভিক্তিতে উপজেলার রায়টা গ্রামের তাজউদ্দীনের ছেলে মোশাররফ হোসেন গোপনে তার অপ্রাপ্ত বয়স্ক কন্যাকে যুগিখালী ইউনিয়নের পাচনল-ভাটপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী হাসানুজ্জামানের সাথে বিবাহ দেয়। বৃহস্পতিবার বৌ-ভাতের দিন ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে কন্যার পিতাকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন-উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, থানার এএসআই নাসির উদ্দীন, বে সহকারী মোকাদ্দের হোসেন প্রমুখ।