আশাশুনি প্রেসক্লাবে এ্যালামনাই এসোঃ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি প্রেসক্লাবের সদস্যদের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছেন এল্যামনাই এসোসিয়েশন। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সকালে আশাশুনি সরকারি কলেজের এ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে এ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।
প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ ড. মিজানুর রহমান। প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি এস এম আহসান হাবিব, সাধারণ সম্পাদক এস কে হাসান, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, নব নির্বাচিত সহ-সভাপতি আব্দুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক মুুকুল শিকারী, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, অর্থ সম্পাদক এম এম নূর আলম, সিনিঃ সাংবাদিক সচ্চিদানন্দদে সদয়, গোলাম মোস্তফা, জ্বলেমিন হোসেন, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ও সুরক্ষা সামগ্রী গ্রহন করেন। এসময় এ্যালামনাই এসোসিয়েশনের পক্ষে অধ্যাপক মহসিন আলি, ক্যাপ্টেন এছহাক আলি, অধ্যাপক এস এম ফিরোজ আলম, মাসুদুর রহমান, জি এম আক্তারুজ্জামান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।