আশাশুনি উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন কর্মকর্তাকে প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন কর্মকর্তাকে আশাশুনি প্রেসক্লাবের নব নির্বাচিত কর্মকর্তাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। বৃহস্পবিার (২৩ সেপ্টেম্বর) সকালে নব নির্বাচিত কর্মকর্তাবৃন্দ ফুলেল স্তবক নিয়ে তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
২২ সেপ্টেম্বর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচিত সভাপতি এস এম আহসান হাবিব, সিনিঃ সহ-সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক এস কে হাসান, যুগ্ম সম্পাদক মুকুল শিকারী, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন, অর্থ সম্পাদক এম এম নূর আলম প্রথমে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি এবিএম মোস্তাকিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন ও সৌজন্য সাক্ষাৎ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির ও সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলনকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। উপজেলা চেয়ারম্যানসহ কর্মকর্তা ও জন প্রতিনিধিবৃন্দ নব নির্বাচিত প্রেসক্লাব নেতৃবৃন্দকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং সকল কাজের সাথে প্রেসক্লাবের সহযোগিতায় তাদের পাশে থাকবেন বলে আশ্বস্থ হরেন। এসময় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতিসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ তাদের সাথে ছিলেন।