নির্বাচনে হারতেই পুলিশের ওপর হামলা, আহত ৫
নিউজ ডেস্ক:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে পরাজিত ইউপি সদস্য সোহরাব হোসেনের অনুসারীদের হামলায় তিন পুলিশ সদস্যসহ পাঁচজন আহত হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চরওয়াপদা ইউনিয়নের দারুল উলুম কাওমি মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- কনস্টেবল মো. শাহাদাত হোসেন, মো. তারেক, উক্য মারমা, আনসার সদস্য মো. ফারুক হোসেন ও আলাউদ্দিন।
স্থানীয় বাসিন্দা দেলোয়ার জানান, সোমবার চরওয়াপদা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দারুল উলুম কাওমি মাদরাসা কেন্দ্রে ভোটগ্রহণ চলে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোট গণনা শেষে ইউপি সদস্য পদে ফলাফল ঘোষণা করলে পরাজিত প্রার্থীর অনুসারীরা হঠাৎ কেন্দ্রের দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে তিন পুলিশ ও দুই আনসার সদস্য আহত হন। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চরজব্বর থানার ওসি মো. জিয়াউল হক জানান, আহত কনস্টেবল ও আনসার সদস্যরা তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। এ ঘটনায় মামলা হয়েছে।