আশাশুনির নৈকাটিতে ডালপালা দিয়ে দীর্ঘদিনের পথ বন্ধ
জি এম মুজিবুর রহমান:
আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে দীর্ঘ ১৫ বছরের যাতয়াতের পথে ডালপালা দিয়ে আটকে দেওয়ায় পথ ব্যবহারকারীরা চরম বিপাকে পড়েছেন। পথ বন্ধকারীদের আচরণে এলাকার মানুষ দ্ব›দ্ব ও হাঙ্গামার শঙ্কায় চিন্তিত হয়ে পড়েছে।
ভুক্তভোগি এলাকাবাসী জানান, নৈকাটি উত্তর পাড়া জামে মসজিদ হতে আকফার গাজীর বাড়ি সড়কের পূর্বপাশে আঃ ছাত্তার মোড়লের বাড়ির সামনে পয়ঃ নিস্কাশনের ড্রেন রয়েছে। ড্রেনির/ক্যানেলের পাড়ে বাধের উপর দিয়ে মানুষ বিলে ও ঘেরে যাতয়াত করে আসছেন দীর্ঘ ১৫/১৬ বছর। ড্রেনের উত্তর পাড়ের গা ঘেঁষে আবু বক্করের বাড়ি অবস্থিত। দক্ষিণ পাড়ে বাঁধের উপর দিয়ে মানুষ যাতয়াত করে থাকে। জনৈক আঃ রব মোড়লের ছেলে শামছুর বাঁধের উপর দিয়ে মানুষের যাতয়াতে বাধা দিতে শুরু করলে বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানান হয়।
তারা বিষয়টি নিয়ে কথাবার্তা বললেও না মেটানোয় সমস্যা জটিল হতে শুরু করে এবং বাঁধের উপরে ডালপালা দিয়ে পথ বন্ধ করে দেন শামছুর। ভুক্তভোগিরা বিষয়টি নিয়ে অভিযোগ করলে, নৈকাটি বিল কমিটির সভাপতি ডাঃ নূরুল ইসলাম, ইউপি সদস্য মতিয়ার রহমান, কমিটির সদস্য শফিকুল ইসলাম, আনিছুর রহমান, ফেরদৌসিন মোড়লসহ ৭/৮ জন গত ৩০ আগষ্ট সন্ধ্যায় ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিয়ে মীমাংসার চেষ্টা করেন। কিন্তু প্রতিপক্ষ তাদের কথা মানেননি।
এমনকি ঐদ্ধত্যপূর্ণ আচরণ এবং অপমান সূচক কথাবার্তা বলে সকলকে অপদস্ত করেন। গন্যমান্য ব্যক্তি সম্মান রক্ষার্থে ফিরে গেলে পথরোধকারীরা আরও বেপরোয়া হয়ে পথবন্ধ অব্যাহত রেখেছে। অসহায় মানুষগুলো পথরুদ্ধ হওয়ায় উদ্বেগ আর উৎকন্ঠার সাথে দিনাতিপাত করছেন। প্রতিপক্ষের আচরণে তাদের শঙ্কা যেকোন সময় মারপিট ও অনাঙ্খিত অঘটন ঘটানোর মত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এব্যাপারে তারা আইন প্রয়োগকারী সংস্থাসহ প্রশাসনের আশু হস্তক্ষেম কামনা করেছেন।