জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাত বার্ষিকীতে জেলা ক্রীড়া সংস্থার আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
১৫ আগষ্ট, ২০২১ জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকীতে সকাল ১০-০০টায় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে খুলনা রোড সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরবর্তীতে বেলা ১১-০০টায় সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত কার্যক্রমগুলিতে জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সদস্য ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি শেখ আশরাফ আলী, উপস্থিত ছিলেন সাজেক্রীস সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু, মিজানুর রহমান খান চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্মসম্পাদক সাইদুর রহমান শাহীন, কোষাধ্যক্ষ আল আমিন কবির চৌধুরী ডেভিড, নির্বাহী সদস্য আ ম আখতারুজ্জামান মুকুল, কাজী আক্তার হোসেন, ইকবাল কবির খান বাপ্পি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মোঃ লুৎফর রহমান সৈকত, কাজী সাফিউল আযম, শেখ হেদায়েতুল ইসলাম, ফারহা দীবা খান সাথী, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, সহ জেলা ক্রীড়া সংস্থা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্য, খেলোয়াড় বৃন্দ।