আশাশুনিতে দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
খুলনার রূপসার শিয়ালি গ্রামের হিন্দুপাড়ায়, পটুয়াখালীর কলাপাড়ার রাখাইন এলাকায়, মৌলভীবাজারের কুলাউড়ায় ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর হামলা, ভাংচুর, লুটপাট ও ভূমি জবর দখল প্রক্রিয়ার প্রতিবাদে আশাশুনিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ আগষ্ট) বিকালে আশাশুনি সদরে জনতা ব্যাংক মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদ ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আয়োজনে মানববন্ধন চলাকালে পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোমেনর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্যপরিষদ সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, বিকাশ চন্দ্র মন্ডল, মনিন্দ্র নাথ মন্ডল প্রমুখ। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্যর স ালনায় অনুষ্ঠানে অধ্যাপক তৃপ্তি রঞ্জন সাহা, ইউপি সদস্য উদয় কান্তি বাছাড়সহ সংগঠন দু’টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তাগণ, দেশের বিভিন্ন এলাকায় একের পর এক সংখ্যালঘুদের উপর ও মন্দিরে হামলা, ভাংচুর, লুটপাট ও জমি জবর দখলের প্রক্রিয়ার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। সাথে সাথে দ্রুত অপরাধীদের গ্রেফতার পূর্বক আইনের মুখোমুখি করত সংখ্যালঘু সম্প্রদায় ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানে কঠোর পদক্ষেপ গ্রহনের দাবী জানান হয়।