খুলনার বটিয়াঘাটায় করোনা ভাইরাস প্রতিরোধে গন-টিকা কার্যক্রমের এ্যাডভোকেন্সি সভা
আব্দুর রশিদ বাচ্চুঃ
খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে দেশ ব্যাপি করোনা ভাইরাস প্রতিরোধে গন- টিকা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেন্সি সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বটিয়াঘাটা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আব্দুল হাই সিদ্দিকী, বটিয়াঘাটা থানার ওসি মোহাম্মাদ শাহ জালাল, লবণচরা থানার ওসি সমির সরকার, হরিণটানা থানার ওসি তদন্ত মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল, জলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতিকুজ্জামান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল, গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাদি উজ্জামান, ভান্ডারকোট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইসমাইল হোসেন মোল্ল্যা, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম হাসান, আমিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিএম মিলন,সুরখালী ইউপি প্যানেল চেয়ারম্যান শাহারা বেগম, বটিয়াঘাটা প্রেসক্লাব সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি প্রতাপ ঘোষ, বটিয়াঘাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, মানবধিকার সাধারণ সম্পাদক সরদার মোঃ হাফিজুর রহমান, আরএমও ডাঃ অভিজিৎ মন্ডল, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ গোলাম মোস্তফা আকুন্জি, সহকারী পরিদর্শক নৃপেনন্দ্র নাখ বিশ্বাস, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সেলিনা খাতুন,ইপিআই জ্যোতির্ময়ী,পান্না গাঙ্গুলি, এস ডি নাসির উদ্দীন, নাজমা আক্তার,উল্লাসিনি বিশ্বাস,ঊসা রানী মিস্ত্রি প্রমুখ। সভায় ফ্রি কোভিড ১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের মাধ্যমে ৭ ইউনিয়নে সাবেক ১ নং ওয়ার্ডের প্রতিদিন ১৮শ টিকা প্রদান করা হবে। আগামী ৭,৮,৯ ও ১০ তারিখে তিন দিনে সর্বমোট বটিয়াঘাটা উপজেলায় সাড়ে ১২ হাজার মানুষের এই টিকা দেওয়া হবে।
Please follow and like us: