চ্যাম্পিয়ন হয়ে জাল কেটে নিয়ে গেলেন ডি মারিয়া-লোকাতেল্লিরা
স্পোর্টস ডেস্ক :
পরপর দুই রাতে সৃষ্টি হলো নতুন দুইটি ইতিহাস। দুটো দুই মহাদেশের ঘটনা। একদিকে ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। অন্যদিকে ৫৩ বছর পর ইউরো চ্যাম্পিয়ন হয়েছে ইতালি।
তবে ফুটবলবিশ্বের দুই বড় টুর্নামেন্ট শেষে দেখা গেলো একই দৃশ্য। মারাকানায় ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয়ের পর গোলপোস্টের জাল কেটে বাড়ি নিয়ে যান ম্যাচের নায়ক আনহেল ডি মারিয়া।
অপরদিকে, একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল লন্ডনের ওয়েম্বলিতেও। স্মৃতি হিসেবে জাল কেটে নিয়ে গেলেন ইউরোজয়ী ইতালি দলের সদস্য লোকাতেল্লি, আলেসান্দ্রো ফ্লোরেঞ্জিরা।
তবে শিরোপা জয়ের পর স্মৃতি হিসেবে জাল কেটে নিয়ে যাওয়া অবশ্য নতুন কিছু নয়, এমন উদাহরণ আরো আছে অতীতে বার্সেলোনার শিরোপা জয়ের পর একই কাজ করতে দেখা গেছে জেরার্ড পিকেদেরও।
তবে এবারের দুই ঘটনা দুই দেশের দুই সেরা দলকে কোন একটা অদৃশ্য সুতোয় বেঁধে দিল।