কেশবপুরে ইউএনও’র হস্থক্ষেপে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী পুষ্প দত্ত
এস আর সাঈদ:
যশোরের কেশবপুরের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের হস্থক্ষেপে বাল্য বিবাহ থেকে রেহাই পেল পুষ্প দত্ত নামে এক স্কুল ছাত্রী। এসময় ভ্রাম্যমান আদালতে বরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জানাগেছে, রবিবার সন্ধ্যায় উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামের সংকর দত্তের কন্য স্কুল ছাত্রী পুষ্প দত্তের সাথে কপিলমুনি এলাকার উত্তম দত্তের সাথে বাল্য বিবাহের প্রস্তুতি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুরের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন কনের বাপের বাড়ি হাড়িয়াঘোপ গ্রামে হাজির হন। এসময় তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্যবিবাহ করতে আসা বর উত্তম দত্তকে ২০ হাজার টাকা জরিমানা করেন এবং মেয়েকে ব্যাল্য বিবাহ প্রদান না করার শর্তে কনের পিতা সংকর দত্তের নিকট থেকে মুচেলকা নেন।
Please follow and like us: