কলারোয়া মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ
কামরুল হাসান:
কলারোয়ায় করোনাকালীন সময়ে মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরডি মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে কলারোয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিস প্রাঙ্গণে এসকল উপকরণ বিতরণ করা হয়।উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, সহকারী মৎস্য অফিসার হারুন অর রশীদ, ক্ষেত্র সহকারী তরিকুল ইসলাম ও সুবিধাভোগী মৎস্য চাষীবৃন্দ।বিতরণকৃত উপকরণের মধ্যে রয়েছে- চুন, সার, সরিসার খৈল, মাছের পোনা, মাছের পিলেট খাদ্য ও প্রদর্শনী প্লেট সমূহ।
Please follow and like us: