১ টাকায় অসহায়দের খাওয়াচ্ছেনব সেরা ওপেনার গম্ভীর
স্পোর্টস ডেস্কঃ
ভারতীয় ক্রিকেট দলে একসময়ের অন্যতম সেরা ওপেনার ছিলেন গৌতম গম্ভীর। ভারতের হয়ে ২০০৭ টি-২০ ও ২০১১ ক্রিকেট বিশ্বকাপ জিতেছেন তিনি। ক্রিকেট থেকে অবসরের পর বর্তমানে রাজনীতিতে যুক্ত হয়েছেন গম্ভীর। এর পাশাপাশি সমাজ সেবামূলক কাজেও সম্পৃক্ত রয়েছেন তিনি।
সম্প্রতি দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে নতুন উদ্যোগ গ্রহণ করেছেন গম্ভীর। দুস্থদের জন্য এক টাকার বিনিময়ে খাবারের ব্যবস্থা করেছেন সাবেক এই ভারতীয় ওপেনার।
‘এক আশা জন রসুই’ এই নাম দিয়ে খাবার গম্ভীর। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে এ ব্যাপারে তিনি বলেন, কারো খালি পেটে ঘুমানো উচিত নয়। দিল্লিতে এমন আরো ৫-৬টি কমিউনিটি কিচেন খোলা হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের দৈনিক স্বাস্থ্যকর খাবার খাওয়া একটা নৈতিক অধিকার।
তিনি আরো বলেন, পরিবারহীনরা যেভাবে অর্ধেক খেয়ে, না খেয়ে দিন কাটান তা ভীষণ হৃদয়বিদারক ঘটনা। আমাদের জন রসুইয়ে সবসময় পুষ্টিগুণ সম্পন্ন খাবার পরিবেশন করা হবে। সমাজের দুস্থরা মাত্র ১ টাকার বিনিময়ে খাবার পাবেন। এখানে প্রতিদিন ৫০০ জন খাবার খেতে পারবেন।
Please follow and like us: