পরাজয়েও সান্ত্বনা খুঁজলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্কঃ
প্রকাশ্যে হার স্বীকার না করলেও পরোক্ষভাবে পরাজয়েও সান্ত্বনা খুঁজলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গলফ কোর্স থেকে হোয়াইট হাউজে ফিরে সর্বশেষ টুইটবার্তায় তিনি লিখেছেন, ৭ কোটি ১০ লাখ বৈধ ভোট। একজন ক্ষমতাসীন প্রেসিডেন্টের জন্য সর্বোচ্চ।
এই টুইটে তিনি ‘বৈধ’ শব্দটির ওপর জোর দিয়ে বাইডেন ও ডেমোক্র্যাট শিবিরকে কটাক্ষ করেছেন, এটা স্পষ্ট। তবে এ মুহূর্তে বিপুল পরিমাণ ভোটপ্রাপ্তির সংবাদ ছাড়া আর কোনো সান্ত্বনাই বা তিনি পেতে পারেন?
এর আগে গলফ কোর্সে অবস্থানকালে তার কাছে বাইডেনের জয়ের সংবাদ পৌঁছায়। তখনই এক বিবৃতিতে তিনি জানান, নির্বাচন শেষ হয়ে যেতে এখনো অনেক বাকি।
এর পরপরই একটি টুইট করেন তিনি। সেখানে লিখেছেন, আমি বিপুলভাবে এ নির্বাচনে জিতেছি।
এ টুইটের নিচে টুইটার কর্তৃপক্ষ একটি সতর্কবার্তা দিয়ে দিয়েছে। এতে বলা হয়েছে, অফিশিয়াল সূত্র এটিকে সমর্থন নাও করতে পারে।
হোয়াইট হাউজে ফিরে ট্রাম্প আরো একটি টুইট করেন। এতে তিনি অভিযোগ করেন, গণনাকক্ষে পর্যবেক্ষকদের ঢুকতে দেয়া হয়নি। আমি নির্বাচনে জিতেছি; ৭ কোটি ১০ লাখ বৈধ ভোট পেয়েছি। অনেক বাজে ব্যাপার ঘটেছে, যা আমাদের পর্যবেক্ষকদের দেখতে দেয়া হয়নি।
এমনটা আগে কখনো ঘটেনি। ডাকযোগে লাখ লাখ ভোট পাঠানো হয়েছে এমন সব লোকেদের, যারা এটা চায়নি।’
এই টুইটের নিচে টুইটার কর্তৃপক্ষের সতর্কবার্তা, ‘নির্বাচনে জালিয়াতির এই দাবি বিতর্কিত।’