সাতক্ষীরার মাছের ঘেরে দূর্বৃত্তদের বিষ প্রয়োগে ৩০ লক্ষাধিক টাকার মাছ নিধন
সাতক্ষীরার তালা উপজেলায় নলতা বিলের একটি ৯০ বিঘার মাছের ঘেরে দূর্বৃত্তরা বিষ প্রয়োগ করে ৩০ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে।
বিষ প্রয়োগের ফলে মঙ্গলবার সকালে মৎস্য ঘেরে বাগদা, রুই, কাতলা, সিলবারসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে।
উপজেলা আওয়ামীলীগ নেতা জি এম গোলাম রসুলের মৎস্য ঘেরে এঘটেছে। এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে । এঘটনার খবর শুনে উপজেলা পরিষদ চেয়ারম্যান,তালা থানা ওসি ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
ঘের মালিক জি এম গোলাম রসুল জানান, কর্মচারীরা ঈদের ছুটিতে থাকায় তিনি পাশ্ববর্তী আরেকটি ঘেরে ছিলেন। সোমবার রাত সাড়ে তিনটার পরে ঘেরে বিষ দেওয়া হয়েছে । পরে সকালে মরা মাছ ভাসে ওঠে। এতে ৩০/৩৫ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি হয়েছে।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।