শ্যামনগরে এসিল্যান্ডসহ ৮ ইউপি চেয়ারম্যান হোম কোয়ারেন্টাইনে
সাতক্ষীরা শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল হাই সিদ্দিকি সহ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ জন চেয়ারম্যানকে উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার থেকে আগামী ৭ দিনের জন্য সবাইকে স্বাস্থ্য বিধি মেনে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা জানান, ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ জি এম শোকর আলীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হওয়ার আগের দিন তার সাথে একত্রে এলজিএসপি-২ মিটিং করার কারনে সবাইকে সতর্কতা মূলক হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে শ্যামনগর প্রেসক্লাবে ওই দিনই চেয়ারম্যান শোকর আলী প্রবেশ করায় প্রেসক্লাব ৭ দিনের জন্য লগডাউন করা হয়েছে। চেয়ারম্যানদের মধ্য এ্যাডভোকেট শোকর আলীসহ উপস্থিত ছিলেন গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম, পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান এ্যাভোকেট আতাউর রহমান, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ মন্ডল, মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ আবুল কাশেম মোড়ল, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান মাওঃ ফারুক হোসেন, আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম আবুজর গিফারী সত্যতা নিশ্চিত করে বলেন, ওই সভায় উপস্থিত সকলকে স্বাস্থ্যবিধি মেনে হোম কোয়ারেন্টাইনে অবস্থান করে অতি প্রয়োজনীয় কাজ করার জন্য বলা হয়েছে। ৭ দিন পর্যবেক্ষনে থাকার পর পরবর্তী সিদ্ধান্ত গ্রহন করা হবে তিনি জানান।