তুমি আসবে বলে অপেক্ষায় পথ চেয়ে থাকা

তুমি আসবে বলে
ছেড়া পাতার কবিতাটি আজও
যত্ন করে রেখেছি ,
তোমায় শোনাবো বলে ।
তোমার দেয়া সেই ডাইরি’টা
কবেই ফুরিয়ে গেছে —
তবু আজও সেটাকে রেখেছি ,
আবার একটা নতুন কবিতা লিখবো বলে ।
মনে পরে…..
সেই গোধূলি লগ্ন বিকেলে
তুমি আর আমি বসে ছিলাম সবুজ ঘাসের উপর আর
লিখছিলাম নতুন একটা বিকেলের কবিতা ,
যেটা তুমি আর আমি মিলে শেষ করার কথা ছিল ।
তারপর…..
কত ফাগুন বিকেল পেরিয়েছে ,
তুমি আর আসনি ।
লোকে বলে তুমি নাকি হাজার বছরের জন্য ঘুমিয়েছো
আমি সব জেনেও অপেক্ষা করেছি ।
তাইতো…..
পলাশ ফোটা গোধূলি লগ্নে আজও বসে থাকি আমি ,
তুমি আসবে বলে ।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)