তালার খলিষখালীতে গ্রাম আদালত সহকারীর জমি দখলের অপচেষ্টা, থানায় জিডি
তালার খলিষখালী ইউনিয়নে গ্রাম আদালত সহকারীর জমি দখলের ভয়ে সাধারন ডায়েরী করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক ভুমিদস্যুদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তালার খলিষখালী ইউনিয়ের কাশিয়াডাঙা গ্রামে।ঘটনার বিবরনে জানা যায়,গত ৩মাস পূর্বে কাশিয়াডাঙা গ্রামের রহমত সরদারের পুত্র একই এলাকার জনৈক আনছার মোড়ল গনদের কাছ থেকে ১৫শতক জমি ক্রয় করে শান্তিপূর্ণ ভোগদখল করে আসছিল। এরই প্রেক্ষিতে গত বুধবার ক্রয় কৃত জমির উপর একটি দোকানঘর নির্মান করেন। সেই সুত্রধরে কাশিয়াডাঙা এলাকার শওকত মোড়ল, সুমন মোড়ল, মধু মোড়ল, আতিয়ার মোড়ল মতিয়ার মোড়ল গন ক্ষমতার প্রভাব খাটিয়ে তার দোকান ভেঙে দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। শনিবর (১৬মে) সরজমিনে গেলে আহসানউল্লাহ জানান, আমি আমার কেনা সম্পত্তিতে দোকান নির্মান করার পর থেকে স্থানীয় ঐ ভুমি দস্যুগন আমাকে দোকান ভেঙে দেওয়ার ক্রমাগত হুমকি ধামকি দিয়ে আসছে। আমি এখন চরম নিরাপর্তাহীনতায় ভুগিতেছি। তাই আমার ভাই সেলিম আজ বাধ্য হয়ে পাটকেলঘাটা থানায় একটি সাধার ডায়েরী করেছে সাধারন ডায়েরী নং-৫৩৪। সে আরও জানায়,আমার কাছে জমির সকল প্রকার বৈধ কাগজ পত্র আছে। তবুও তারা ক্ষমতার দাপটে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে এজন্য আমি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি। এ বিষয়ে ৬নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুর ছবুরের জানতে চাইলে তিনি জানান,বিষয়টি আমি শুনেছি ঐ জমি কিছুদিন আগে আহসান ক্রয় করেছে। আমি চাই সে তার জমিতে শান্তিপূর্ন ভোগ দখলে থাকুক।