বোরো ধান ও চাল সংগ্রহ উদ্বোধন
আশাশুনিতে বোরো ধান ও চাল সংগ্রহ-২০২০ মৌসুমে ধান ও চাল সংগ্রহ কার্র্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে আশাশুনি খাদ্য গুদামে কৃষক ও মিলারদের নিকট থেকে ধার্যমূল্যে সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়।
সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ধান ২৬ টাকা মূল্যে ক্রয়ের লক্ষ্যে আশাশুনি উপজেলায় ৬৬৩ মেঃটন ধান ক্রয়ের সিদ্ধান্ত নেয়। এজন্য উপজেলা প্রশাসনের মাধ্যমে উন্মুক্ত লটারির মাধ্যমে ৬৬৩ জন কৃষক নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত কৃষকদের থেকে ধান সংগ্রহ এবং নির্বাচিত মিলারদের থেকে চাল ক্রয় উদ্বোধন করা হয়। আশাশুনি খাদ্য গুদাম থেকে ৪৪৭ মেঃ টন চাল ও বড়দল খাদ্য গুদাম থেকে ২১৬ মেঃ টন চাল ক্রয় করা হচ্ছে। একই সাথে মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি করে ৩৯৪ কেজি সিদ্ধ চাল ও ৬৩ কেজি আতব চাল ক্রয় করা হচ্ছে। সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, পিআইও সোহাগ খান, উপজেলা খাদ্য কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, ওসিএলএসডি (আশাশুনি) আলতাফ হোসেন ও ওসিএলএসডি (বড়দল) আশরাফ আলি প্রমুখ উপস্থিত ছিলেন।