শ্যামনগরে ‘করোনা’ ইস্যুতে সমাজ বঞ্চিত প্রতিবন্ধী ও অসহায় দিনমজুর খেটে-খাওয়া মানুষের মাঝে খাদ্য বিতরণ
শ্যামনগরে কৃর্তি সন্তান বসুন্ধরা কিংস দলের মাঠ কাঁপানো ফুটবল খেলোয়াড় আলমগীর কবীর রানা ‘করোনা’ ইস্যুতে প্রতিবন্ধীদের সহায়তায় এগিয়ে আসলেন। ৩০ মার্চ বর্তমান পরিস্থিতির আলোকে সমাজের কাছে বঞ্চিত অসহায় খেটে খাওয়া মানুষ ও প্রতিবন্ধীদের মাঝে তার নিজস্ব অর্থায়নে সমার্থ অনুযায়ী কিছু অর্থ সহ খাবার উপকরন ও কিছু মাস্ক বিতরণ করেছেন।
তিনি চেষ্টা করেছেন নিজ সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর। তার সতীর্থ ও সকল বন্ধু ও সমাজের সকল বিত্তবান ব্যক্তিদের অনুরোধ করে তিনি বলেন, তারা যেনো তাদের সামর্থ্য অনুযায়ী এই সমাজ বঞ্চিত প্রতিবন্ধী ও অসহায় দিনমজুর খেটে-খাওয়া মানুষদের পাশে দাঁড়ান। তিনি সর্বদা বলেন আমি সরকারের নির্দেশনা অনুযায়ী গৃহেই অবস্থান করি।
সবাইকে অনুরোধ করে বলেন, আপনারা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবেন না, সকলে নিয়মিত নামায আদায় করে মহান আলাহ তায়া’লার কাছে সবাই সবার জন্য দোয়া ও প্রার্থনা করবেন, যেনো মহান আলাহ আমাদের সকলকে এই মহামারী বিপদ বা ‘করোনা’ থেকে হেফাজত করেন। এ সময় পদ্মপুকুর ইউনিয়নের প্রতিবন্ধী মূলক একটি সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।