কলারোয়ার চান্দা গ্রামটি রাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকাভূক্ত করার দাবিতে মানববন্ধন
কলারোয়ার সীমান্তবর্তী চান্দা গ্রামটি রাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকাভূক্ত করার দাবিতে রোববার গ্রামবাসীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় চান্দা গ্রামের বিভিন্ন বয়সী মানুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে গ্রামবাসীরা জানান, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত রাজপুর প্রাইমারি স্কুলটি ১১ নং চান্দা মৌজায় অবস্থিত। কিন্তু বিদ্যালয়টি ক্যাচমেন্ট এলাকার বাইরে থাকাটা গ্রামবাসীরা মেনে নিতে চাইছেন না। অথচ দীর্ঘদিন ধরে চান্দা ও রাজপুর গ্রামবাসী যৌথভাবে স্কুলটি পরিচালনা করে আসছে। ক্যাচমেন্ট এলাকার বাইরে থাকায় চান্দা গ্রামের শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। স্কুলটিতে বর্তমানে চান্দা গ্রামের ৬০/৬৫ জন ছাত্র-ছাত্রী পড়াশোনা করে। ম্যানেজিং কমিটিতেও চান্দা গ্রামের ৩ জন সদস্য আছেন। তারপরেও চান্দা গ্রামকে ক্যাচমেন্ট এরিয়ার বাইরে রাখা হয়েছে। ক্যাচমেন্টের বাইরে থাকায় বর্তমানে দপ্তরী নিয়োগে চান্দা গ্রামের কেউ ওই পদে আবেদন করতে পারছে না।
শিশুদের ঠিকমতো ভর্তি করা যাবে না বলে বলা হচ্ছে-এমন অভিযোগ গ্রামবাসীর। গ্রামবাসীরা দাবি করেন, অবিলম্বে চান্দা গ্রামটি রাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকাভূক্ত করা হোক। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মোজাফফর উদ্দিন জানান, দাবির বিষয়টি তিনি শুনেছেন। ইতোমধ্যে বিষয়টির বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা শিক্ষা অফিসকে অবহিত করা হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইউপি সদস্য হাসান আলি, মহিলা ইউপি সদস্য শিরিনা খাতুন, গ্রামবাসী আলম সরদার,ডা: আব্দুল বারিক, আবুল কাশেম, রাজিয়া খাতুন, মঞ্জুয়ারা, কবিরুল ইসলাম, শহিদ আলি, রূপা খাতুন প্রমুখ।
Please follow and like us: