বিশ্বের সবচেয়ে ছোট ল্যাপটপ
চীনের ল্যাপটপ নির্মাতা কোম্পানি ম্যাজিক বেন সম্প্রতি নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে ছোট ল্যাপটপ। যার নাম ম্যাগ-১।
এই ল্যাপটপের মাপ ২০.৭×১৪.৬×১.৮ সেন্টিমিটার এবং ওজন ৭০০ গ্রামেরও কম। এই নতুন ল্যাপটপে রয়েছে ফুল সাইজ ইউএসবি ৩.০ পোর্ট, টাইপ-সি কানেক্টর, মাইক্রো এসডি কার্ড রিডার, অডিও সকেট এবং মাইক্রো এইচডিএমআই পোর্ট।
এছাড়াও ল্যাপটপে থাকছে ইন্টেল কোর M3-8100Y চিপসেট, ১৬ জিবি মেমোরি এবং ৫১২ জিবি এসএসডি। ডিসপ্লে আছে ২৫৬০×১৬০০ পিক্সেলের যার অ্যাস্পেক্ট রেশিও ১৬:১০।
এছাড়াও রয়েছে স্টাইলাস পেন সাপোর্ট, ব্যাকলিট কিবোর্ড, ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং একটি খালি এম.২ পোর্ট। ম্যাজিক বেন ল্যাপটপটির দাম রেখেছে ৭৯০ মার্কিন ডলার।
Please follow and like us: