সবচেয়ে বেশি জয়ে দশক শেষ করলো বার্সা
ইউরোপের সেরা পাঁচ লিগের মধ্যে সবচেয়ে বেশি জয় নিয়ে দশক শেষ করলো স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ইউরোপের অন্য কোনো ক্লাবই জিততেৃ পারেনি মেসিদের চেয়ে বেশি ম্যাচ।
২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোট ২৮৯টি ম্যাচ জিতেছে বার্সা। ২৭৩টি জয় নিয়ে তালিকার দুইয়ে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তিনে থাকা জুভেন্টাস জিতেছে ২৬০টি ম্যাচ।
সমান ২৫০টি জয় নিয়ে পরের দুই স্থানে আছে ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ। যদিও এ বছর আরো দুটি ম্যাচ আছে পেপ গার্দিওলার শিষ্যদের। তাই বায়ার্নকে টপকে এককভাবে চারে উঠে যাবে সিটিজেনরা। ডিসেম্বরের ২৭ তারিখে ওলভারহ্যাম্পটনের মাঠে খেলতে যাবে ম্যানসিটি।এর দুই দিন পর তারা আতিথ্য দেবে শেফিল্ড ইউনাইটেডকে।
গত ১০ বছরে বার্সেলোনা মাত্র তিনবার লা লিগার শিরোপা মিস করেছে। ২০১১/১২, ২০১৩/১৪ ও ২০১৬/১৭ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় কাতালানদের। এ সময়ে তারা দু’বার ঘরে তুলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি।