আশাশুনিতে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দের ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা প্রদান
আশাশুনিতে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর তান্ডবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ, চিকিৎসা সেবা প্রদান ও বৃক্ষ রোপণ করা হয়েছে। রোববার দুপুর ১২ টায় আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
ঘূর্ণিঝড় বিধ্বস্থ এলাকার মানুষের পাশে থাকতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নেতৃবৃন্দ জরুরী ত্রাণ বিতরণ, চিকিৎসা সেবা ও ঔষধ সরবরাহ এবং বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করতে আশাশুনিতে আসেন। আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ চত্বরে তারা ২০০ ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিড়া এবং খাবার স্যালাইন বিতরণ করেন। এসময় ঘূর্ণিঝড় বুলবুল আক্রান্ত অসহায় ও দুঃস্থ রোগীদের জরুরি চিকিৎসা সেবা প্রদানসহ বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়।
সার্বিক কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি খালিদ হাসান নয়ন, মানবসম্পদ বিষয়ক সম্পাদক নাহিদ হাসান শাহিন, ধর্ম বিষয়ক উপসম্পাদক শাহেদ জামান, সহ-সম্পাদক মোঃ ফারুক হোসেন আশিক, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রেজাউল ইসলাম রেজা, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ছাত্রলীগের সহ-সভাপতি মাসুম সজল, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ গালিব, সাবেক সাংগঠনিক সম্পাদক তৌফিক জামান মোহন, সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবীব লিমু, আশাশুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আসমাউল হুসাইন, সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ এবং বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ। চিকিৎসা সেবা প্রদান করেন সাতক্ষীরা মেডিকেল কলেজের ডা. মঈন শিকদার, ডা. রাজিব হোসেন, ডা. শাহরিয়ার রিমন, ডা. নাঈম ইসলাম সজীব, ডা. তকি তাজওয়ার। সবশেষে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে পরিবেশের ভারসাম্য রক্ষায় আশাশুনি সদরে ১৯৭১ টি বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ। পরবর্তীতে পর্যায়ক্রমে আশাশুনি উপজেলা ছাত্রলীগ বৃক্ষরোপণ কার্যক্রমটি সম্পন্ন করবেন।