ঘূর্ণিঝড় বুলবুলের কবলে ৩ হাজার মোবাইল টাওয়ার
ঘূর্ণিঝড়ের কারণে বিভিন্ন জেলায় গাছ উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটি ও লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সংশ্লিষ্ট এলাকাগুলোয় বিদ্যুত্সংযোগ বন্ধ ছিল। এদিকে বিদ্যুতের সঙ্গে সঙ্গে মোবাইল অপারেটরদের নেটওয়ার্কও বন্ধ হয়ে যায়।
বাংলালিংকের করপোরেট কমিউনিকেশন ম্যানেজার আনকিত সুরেকা বলেন, বিদ্যুতের মাধ্যমে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আমরা সামান্য কিছু সময় পর্যন্ত ব্যাকআপ দিতে পারি। কিন্তু পরে আর সম্ভব হয়ে ওঠেনি। তিনি জানান, বরিশাল, খুলনা, ফরিদপুর, পিরোজপুর জেলায় এখনো ১৮০টি সাইট আপ করার কাজ করছে বাংলালিংক।
ঘূর্ণিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক হতে আরো কিছু সময় লাগবে বলে জানিয়েছে গ্রামীণফোন কর্তৃপক্ষ। সোমবার রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিষ্ঠানটির উপপ্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান। তিনি বলেন, প্রায় ১৩ শতাধিক টাওয়ার ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া মোট ১৯ শত টাওয়ার ডাউন ছিল।