কেশবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ৪র্থ খেলায় হাসানপুর ইউনিয়নের জয়
যশোরের কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় বালিয়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বৃহস্পতিবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ-১৭) ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলায় হাসানপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ট্রাইবেকারে ৫-৪ গোলে ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
খেলা শেষে নিধি স্পোটিং ক্লাবের সৌজন্যে বিজয়ী হাসানপুর ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশের গোলকিপার তুহিন রেজার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও নিধি স্পোটিং ক্লাবের চেয়ারম্যান জয় সাহা। খেলার ধারা বর্ননায় ছিলেন মহির উদ্দীন মাহী।
Please follow and like us: