শ্যামনগরের গোবিন্দপুর কলেজে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকিহ্রাস বিষয়ক সচেতনতা সেশন অনুষ্ঠিত
শ্যামনগর উপজেলার গোবিন্দপুর এ.এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকিহ্রাস বিষয়ক সচেতনতা সেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত সচেতনতা সেশনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ গাজী মোঃ সফিকুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন।
বিশেষ অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি মুকুন্দ কুমার মন্ডল, কাশিমাড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) আকবর আলী পিয়াদা, প্রতিষ্ঠানের সহ -প্রধান শিক্ষক শচীনচন্দ্র নাথ মণ্ডল, সহকারী শিক্ষক মোস্তফা নুর হোসেন, মোঃ নাসিরউদ্দিন, ইউপি সদস্য রওশানারা বিথী,ডিআরআরও উপজেলা ম্যানেজার শহিদুল ইসলাম, ইউনিয়ন অর্গানাইজার শিরিন নাহার প্রমুখ।