সাতক্ষীরায় আল-ক্বাছওয়া ট্রাভেলস্ আল- হজ্জ অল ওমরাহ্ হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত
“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,লাব্বাইকা-লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হাম্দা ওয়াল নি’মাতা, লাকা ওয়াল মুলক, লা- শারীকা লাক” এই বিশ্বাস ও ধ্বনিতে মুখরিত হয়ে সাতক্ষীরায় আল-ক্বাছওয়া ট্রাভেলস্ আল- হজ্জ অল ওমরাহ্ হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুলাই) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আল-ক্বাছওয়া ট্রাভেলস্ আল- হজ্জ অল ওমরাহ্ এর আয়োজনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আলহাজ্জ মোয়াজ্জেজ হাসানের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর মেয়র আলহাজ্জ তাজকিন আহমেদ চিশতি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্জ ডা. আবুল কালাম বাবলা, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্জ কাজী ফিরোজ হাসান, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. রাশেদুজ্জামান রাশি, অবসর প্রাপ্ত সরকারি কর্মকর্তা আলহাজ্জ নজরুল ইসলাম, দরবার হজ্জ কাফেলার পরিচালক আলহাজ্জ শেখ জাহাঙ্গীর হাসান প্রমুখ। হজ্জ অভিজ্ঞতা তুলে বক্তব্য রাখেন আলহাজ্জ মাওলানা মো. আল-আমিন ও আলহাজ্জ মো. আবুবক্কর। হজ্জ প্রশিক্ষণে ২ শতাধিক মানুষ অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন।