সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত থেকে গুলিবিদ্ধ এক ভারতীয় গরু রাখাল আটক
ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র তাড়া খেয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় গুলিবিদ্ধ ভারতীয় এক গরু রাখালকে আটক করেছে বিজিবি সদস্যরা।
রোববার রাতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ন সদর দপ্তর থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটক গরু রাখালের নাম মফিজুল সরদার (২৩)। তিনি ভারতের উত্তর চব্বিশ পরগণা জেলার স্বরুপনগর থানার বড় বাকড়া গ্রামের রজব আলী সরদারের ছেলে।
বিজিবি জানায়, রোববার দুপুরে ভারতীয় গরু রাখাল মফিজুল সরদার সাতক্ষীরার কালিয়ানী সীমান্তের ৮/৪-এস নং পিলারের নিকট দিয়ে চোরাই পথে একটি গরু নিয়ে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় ১৫৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ দুবলিয়া ক্যাম্পের কর্তব্যরত টহল দল তাকে লক্ষ্য করে এক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পরবর্তীতে উক্ত রাখালকে আটক করার জন্য বিএসএফ তাকে ধাওয়া করে। বিএসএফ সদস্যদের ধাওয়া খেয়ে ভারতীয় রাখাল মফিজুল সরদার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন কালিয়ানী বিওপির টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। বিজিবি আরও জানায়, আটক রাখালের গর্দানের নিচে রাবার বুলেটের আঘাতের চিহ্ন রয়েছে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ভারতীয় গরু রাখাল মফিজুল সরদারের নামে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।##