কেশবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের মৃত সদস্যের বেনিফিট পরিশোধ
কেশবপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের মৃত সদস্য শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফার মৃত্যুজনিত বেনিফিট কালব এর সহযোগিতায় পরিশোধ করা হয়েছে।
জানা-গেছে, উপজেলার শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা গত ১২/০৫/২০১৯ তারিখে কেশবপুর
উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা লোন গ্রহণ করে এক কিস্তি প্রদান না করে গত ০৩/০৬/২০১৯ তারিখে মৃত্যুবরণ করেন। সে সময় প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁর সৎকারের জন্য নগদ ৫ হাজার টাকা প্রদান করা হয়।
ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি স.ম. কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা ব্যবস্থাপক রমা অধিকারীর পরিচালনায় বুধবার সকালে
প্রতিষ্ঠানের কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে মৃত সদস্য গোলাম মোস্তফার স্ত্রী আম্বিয়া সুলতানার হাতে লোনের ২ লাখ ৫০ হাজার টাকা-সহ ২ লাখ ৮০ হাজার ১ শত ১৮ টাকার বেনিফিট প্রদান করেন উপজেলা সমবায় অফিসার নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালব লিঃ এর জেলা ব্যবস্থাপক শহিনুল হাসান।